> **”শিক্ষা একটি জাতির আত্মা গঠনের প্রধান হাতিয়ার। আর একটি আদর্শ বিদ্যালয় সেই আত্মাকে আলোকিত করে গড়ে তোলে সুশিক্ষিত, সচেতন ও মূল্যবোধসম্পন্ন নাগরিক।
ডৌবাড়ী আইডিয়াল পাবলিক স্কুল প্রতিষ্ঠার পেছনে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল—এই এলাকার শিশুদের আধুনিক, নৈতিক ও আনন্দময় শিক্ষার সুযোগ করে দেওয়া। এমন একটি বিদ্যালয় গড়ে তোলা, যেখানে শিশুরা পড়বে আনন্দ নিয়ে, শিখবে বাস্তব জীবনমুখী শিক্ষা।
আমরা এই স্কুলে শুধু পাঠ্যশিক্ষা নয়, বরং সময় ব্যবস্থাপনা, চারিত্রিক গঠন, অ্যাবাকাস ও প্রজেক্টর ক্লাসের মতো যুগোপযোগী পদ্ধতিতে শিশুর বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশে মনোযোগ দিচ্ছি।
এই পথচলায় আমি কৃতজ্ঞ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি—যাঁরা সবসময় আমাদের পাশে থেকেছেন।
আসুন, একসাথে গড়ে তুলি একটি আলোকিত প্রজন্ম—যারা নিজে আলোকিত হবে এবং অন্যকেও আলোকিত করবে।
“শিক্ষাই ভবিষ্যৎ, বিদ্যালয় হোক জাতি গঠনের প্রথম স্তম্ভ।”