প্রধান শিক্ষকের বাণী
মাছুমা জাহান লিজা
প্রধান শিক্ষিকা, ডৌবাড়ী আইডিয়াল পাবলিক স্কুল
> **”একটি জাতির উন্নতির প্রথম শর্ত—শিক্ষিত ও সচেতন নাগরিক। আর একটি আদর্শ বিদ্যালয়ই পারে সেই নাগরিক তৈরির ভিত গড়ে দিতে।
ডৌবাড়ী আইডিয়াল পাবলিক স্কুল সেই স্বপ্ন নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে—যেখানে শিশুরা শুধু পরীক্ষার জন্য পড়বে না, বরং জীবনের জন্য শিখবে।
আমরা বিশ্বাস করি প্রতিটি শিশু স্বতন্ত্র প্রতিভার অধিকারী। তাদের মনের গঠন, নৈতিকতা, আচরণ, সময়জ্ঞান ও সৃজনশীলতা গড়তে আমরা কাজ করি মমতা ও নিষ্ঠা নিয়ে।
আমাদের স্কুলে প্রজেক্টর ক্লাস, মাল্টিমিডিয়া পদ্ধতি, অ্যাবাকাস গণিত, ফিঙ্গার ট্রেনিংসহ নানা আধুনিক শিক্ষাকৌশল বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি আনন্দঘন ও শিশুবান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে যাতে শিশুরা শিখতে আগ্রহী হয়।
শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে যাক—এই কামনায় সকল অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
আসুন, একসাথে গড়ি একটি আলোকিত প্রজন্ম।”