বিজ্ঞপ্তি

বিদ্যালয়ের সম্পদ

২০২৩ সালে প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ সাহেবের অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

🏫 ডৌবাড়ী আইডিয়াল পাবলিক স্কুল

📍 স্থান: ময়গর জামি মসজিদ মার্কেট
👤 প্রতিষ্ঠাতা: মোঃ আব্দুল্লাহ

📋 বিদ্যালয়ের সম্পদের হিসাব

ক্র. সম্পদের নাম পরিমাণ

১ শ্রেণিকক্ষ (টিন সেট) ৩টি রুম
২ টয়লেট ২টি
৩ নলকূপ ২টি
৪ চেয়ার ২৫টি
৫ ফ্যান ১০টি

এই সম্পদ দিয়ে স্কুলের প্রাথমিক কাঠামো গড়ে উঠেছে এবং শিক্ষার্থীদের মৌলিক চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুসারে আরও উন্নয়ন ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

“সীমিত সম্পদে গড়েছি স্বপ্নের প্রতিষ্ঠান – এগিয়ে যাচ্ছে ডৌবাড়ী আইডিয়াল পাবলিক স্কুল।”